ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

সেরেনা নেই, ফেদেরারকে নিয়ে আশাবাদী আয়োজকরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
সেরেনা নেই, ফেদেরারকে নিয়ে আশাবাদী আয়োজকরা ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী বছরের প্রথম দিনই (১-৭ জানুয়ারি) কোর্টে গড়াবে ইন্টারন্যাশনাল মিডক্স ডাবলস টেনিস ইভেন্ট হপম্যান কাপ। ২৯তম আসরটিতে খেলবেন না সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামস।

কিন্তু ফিটনেস সমস্যায় ভোগা রজার ফেদেরারকে নিয়ে আশাবাদী টুর্নামেন্ট আয়োজকরা।

সম্প্রতি ইউএস ওপেনের সেমিফাইনালে হেরে অ্যাঞ্জেলিক কেরবারের কাছে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারান মার্কিন টেনিস আইকন সেরেনা। পরে শিরোপাও জিতে নেন জার্মান টেনিস সেনসেশন।

সেরেনার জায়গায় অলিম্পিক গোল্ড জয়ী (মিশ্র দ্বৈত) জ্যাক সকের সঙ্গী হবেন কোকো ভ্যান্ডেওয়েগহে। অন্যদিকে, গত জুলাইয়ে হপম্যান কাপে প্রত্যাবর্তন (১৫ বছর পর) দিয়ে মৌসুম শুরু করার বিষয়টি নিশ্চিত করেছিলেন ফেদেরার। স্ত্রী মিরকাকে নিয়ে সবশেষ ২০০২ আসরে খেলেছিলেন তিনি।

হাঁটুর সমস্যা থেকে পুরোপুরি সেরে ওঠার লক্ষ্যে বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ৩৫ বছর বয়সী ফেদেরার। এর আগে ব্রাজিলে অনুষ্ঠিত রিও অলিম্পিক থেকে ছিটকে যান সুইস কিংবদন্তি। বছরের বাকি সময়ে আর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন না বলেও জানিয়ে দেন ১৭ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

পেশাদার ক্যারিয়ারের ২০তম মৌসুমে হপম্যান ‍কাপে অংশ নিলে স্বদেশী তরুণী বেলিন্ডা বেনচিকের সঙ্গে জুটি বাঁধবেন ফেদেরার। ১৯৯৮ সালে ফেদেরার যখন প্রফেশনাল টেনিসে পা রাখেন তখন এক বছরের ছোট্ট শিশু ছিলেন বেলিন্ডা।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ