ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

শেষ ষোলোতে মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
শেষ ষোলোতে মারে অ্যান্ডি মারে/ছবি: সংগৃহীত

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের বিদায়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফেভারিটের দৌড়ে আরও এগিয়ে গেছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যান্ডি মারে। এরই মধ্যে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন ব্রিটিশ সেনসেশন।

মেলবোর্ন পার্কের হাইসেন্স অ্যারেনায় যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরিকে সরাসরি সেটে হারান মারে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম সেট নিষ্পিত্তি হয় ৬-৪ গেমে।

পরের সেটটি অনায়াসেই ৬-২ গেমে শেষ করেন তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী। তৃতীয় সেটে ম্যাচে ফিরতে মরিয়া কুয়েরির শেষ রক্ষা হয়নি। প্রথম সেটের পুনরাবৃত্তি (৬-৪) টেনে কোর্ট ছাড়েন গতবারের রানার্সআপ।

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে পাঁচবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন তকমা পাননি মারের। সবশেষ গতবার জোকোভিচের কাছে স্বপ্নভঙ্গ হয়। ক্যারিয়ারের সেরা সময়ে অধরা শিরোপা জয় ভিন্ন কিছুই ভাবছেন না তিনি।

কোয়ার্টার ফাইনাল নির্ধারণীতে মারের প্রতিপক্ষ জার্মানির মিসচা জিভারেভ। যিনি তিউনিসিয়ার মালেক জাজিরিকে ৬-১, ৪-৬, ৬-৩, ৬-০ গেমে হারিয়ে তৃতীয় ‍রাউন্ডের বাধা পার করেন।

প্রসঙ্গত, পাঁচ সেটের শ্বাসরুদ্ধকর ম্যাচে র‌্যাংকিংয়ের ১১৭ নম্বরের অখ্যাত খেলোয়াড় উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনের কাছে অঘটনের শিকার হন জোকোভিচ।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ