ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

১৯ বছরের তরুণ ঘাম ঝরালেন নাদালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
১৯ বছরের তরুণ ঘাম ঝরালেন নাদালের রাফায়েল নাদাল/ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়ার লজ্জায় ডুবেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। সার্বিয়ান সেনসেশনের দুঃস্বপ্নের দিনে দুর্দান্ত পারফরম্যান্সে তৃতীয় রাউন্ডে পা রাখা সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রাফায়েল নাদাল এবার চতুর্থ রাউন্ডের টিকিট কেটেছেন।

মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় শনিবার (২১ জানুয়ারি) শেষ ষোলোতে উঠতে নাদাল হারিয়েছেন ১৯ বছর বয়সী জার্মান তরুণ আলেক্সান্ডার ভারেভকে। তবে, খুব সহজেই জয় তুলে নিতে পারেননি নাদাল।

শ্বাসরুদ্ধকর এক জয় তুলে নেন পাঁচ সেটে গড়ানো ম্যাচে।

প্রথম সেটে ৬-৪ গেমে হেরে বসেন নাদাল। দ্বিতীয় সেটে নাদাল জেতেন ৬-৩ গেমে আর তৃতীয় সেটে আবারো হেরে বসেন নাদাল। এই সেটে ৭-৬ গেমে জয় তুলে নেন ভারেভ।

চতুর্থ সেটে ৩-০তে এগিয়ে থাকা নাদাল আবারো শঙ্কায় পড়েন। তবে, শেষ অবধি ৬-৩ গেমে জেতেন। ম্যাচ গড়ায় পঞ্চম ও শেষ সেটে। শেষ সেটে ৬-২ গেমে জয় তুলে নেন নাদাল।

গতবার জোকোভিচের মতোই ভুলে থাকার মতো অভিজ্ঞতার মুখে পড়েছিলেন নাদাল। প্রথম রাউন্ডেই অঘটনের শিকার হয়েছিলেন এই স্প্যানিশ আইকন। এবার দুঃস্মৃতি পেছনে শিরোপা পুনরুদ্ধারে চোখ রাখছেন ২০০৯ আসরের চ্যাম্পিয়ন।

১৯ বছর বয়সী জার্মান তরুণ আলেক্সান্ডার ভারেভএর আগে দ্বিতীয় রাউন্ডে সাইপ্রাসের মার্কোস বাগদাতিসকে সরাসরি সেট ৬-৩, ৬-১, ৬-৩ গেমে হারিয়ে কোর্ট ছাড়েন ১৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল। পুরো ম্যাচের ব্যাপ্তি ছিল ২ ঘণ্টা ১৩ মিনিট। তার আগে প্রথম রাউন্ডে এম মায়েরকেও সরাসরি সেটে (৬-৩, ৬-৪ ও ৬-৪) হারান নাদাল।

চতুর্থ রাউন্ড নির্ধারণীতে উঠতে ১৯ বছর বয়সী আলেক্সান্ডার ভারেভ সমবয়সী যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস তায়াফোকে ৬-২, ৬-৩, ৬-৪ গেমে পরাজিত করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ২১ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ