ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

ফ্রেঞ্চ ওপেন নিয়ে শঙ্কায় ফেদেরার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
ফ্রেঞ্চ ওপেন নিয়ে শঙ্কায় ফেদেরার ফ্রেঞ্চ ওপেন নিয়ে শঙ্কায় ফেদেরার-ছবি:সংগৃহীত

বর্তমান সময়ে রজার ফেদেরারের খেলা দেখে চমকে গেছে পুরো টেনিস বিশ্ব। এমনকি কিংবদন্তি রড লেভারও। তার কাছে মনে হচ্ছে, কোর্টে যেন দশ-পনেরো বছর আগের সেই সুইস তরুণকে দেখছেন। শুধু তাই নয়, লেভারের কথায়, রজার এই মুহূর্তে জীবনের সেরা টেনিসটা খেলছেন। 

কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে এ বছর রোলা গ্যারোতে দর্শকরা হয়তো ফেদেরারকে দেখতে পাবেন না। এমনটি স্বয়ং ফেদেরারই জানিয়েছেন যে, ফ্রেঞ্চ ওপেনে এবার তিনি নাও খেলতে পারেন।

সুইজারল্যান্ডের দৈনিক তাগেস অ্যানজাইগারকে রেকর্ড ১৮টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী বলেন, ‘কয়েকটা দিন সময় দিন। মে মাসের ১০ তারিখের মধ্যেই ঠিক করে ফেলবো প্যারিসে খেলতে যাব কিনা। ’ 

হঠাৎ এমন শঙ্কা কেন? টেনিসের সর্বকালের অন্যতম সেরা তারকার জবাব, ‘আসলে ওখানে খেলাটা ঠিক হবে, না ভুল হবে সেটাই ভাবছি। আমি আমার টিমকে নিয়ে বসবো। ওদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেব। ততদিন হার্ড কোর্টে যেমন প্র্যাকটিস করে যাচ্ছি, করে যাব। যদি মনে হয় আমি পুরোপুরি তৈরি আর নিজেকে মোটিভেট করতে পারছি, তবেই খেলতে যাব। ’

দ্বিধা থাকলেও ফেদেরার স্বীকার করেছেন, উইম্বলডনের প্রস্তুতির জন্য ফরাসি ওপেনে খেলতে পারলে ভালই হয়। উইম্বলডনে ট্রফি জেতা এখন তার প্রধান লক্ষ্য। আর তার জন্য তৈরি হতে প্যারিসে খেলার সম্ভাবনা উড়িয়েও দিচ্ছেন না, ‘হয়তো গ্যারোতে নামলে আক্রমণাত্মক টেনিসই খেলব। ওখানে আবহাওয়া ভাল থাকলে কোর্টে বল উইম্বলডনের থেকেও বেশি দ্রুত আসে। ঘাসে খেলতে এই প্রস্তুতিটাও দরকার। ’

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ