ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

এগিয়ে থেকেও ভেনাসের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জুন ৫, ২০১৭
এগিয়ে থেকেও ভেনাসের বিদায় ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ড থেকে ভেনাস উইলিয়ামসের বিদায়/ছবি: সংগৃহীত

ফ্রেঞ্চ ওপেনে কোয়ার্টার ফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন ভেনাস উইলিয়ামস। শেষ ষোলোর ম্যাচে এগিয়ে থেকেও হারের হতাশায় ডোবেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

সুইজারল্যান্ডের তিমিয়া বাসিন্সকির বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম সেটটি ৭-৫ গেমে জিতে নেন ৩৬ বছর বয়সী ভেনাস। কিন্তু, মার্কিন টেনিস তারকার সামনে দুঃস্বপ্নই অপেক্ষা করছিল।

পরের দুই সেটে দাঁড়াতেই পারেননি উইলিয়ামস পরিবারের বড় কন্যা।

দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান র‌্যাংকিংয়ের ৩১ নম্বরে থাকা বাসিন্সকি। ৬-২ গেমের জয়ে ফেরেন সমতায়। তৃতীয় সেটেও দুর্দান্ত পারফরম্যান্স ধরে রাখেন। ৬-১ গেমে হারের লজ্জা নিয়ে কোর্ট ছাড়েন সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী ভেনাস।

ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ড থেকে ভেনাস উইলিয়ামসকে বিদায় করেন সুইজারল্যান্ডের তিমিয়া বাসিন্সকি/ছবি: সংগৃহীতবর্ণাঢ্য ক্যারিয়ারে ক্লে-কোর্টের গ্র্যান্ড স্লাম ইভেন্ট ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ভেনাসের কাছে অধরাই থেকে গেল। ২০০২ সালে ফাইনাল খেলেছিলেন। হেরে যান ছোট বোন সেরেনার কাছে।

সেমি নিশ্চিতের ম্যাচে বাসিন্সকির প্রতিপক্ষ ফ্রান্সের ঘরের মেয়ে ক্রিস্টিনা ম্লাডেনোভিক। স্প্যানিশ গার্বিন মুগুরুজাকে ৬-১, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে শেষ ষোলোর বাধা পার করেন ফ্রেঞ্চ তরুণী।

কোয়ার্টারের আরেকটি লাইনআপ চূড়ান্ত। লাতভিয়ার ১৯ বছরের জেলেনা ওস্তাপেঙ্কোর মুখোমুখি হবেন ডেনিশ তারকা ক্যারোলিন ওজনিয়াকি। দু’জনই শেষ ষোলোতে তিন সেটের জয় পান। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ সামান্থা স্টোসুরকে ওস্তাপেঙ্কো ও রাশিয়ান ভেতলিনা কুজনেৎসোভাকে পরাজিত করেন ওজনিয়াকি।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ৫ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ