ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

নাদালকে ছাড়াই অ্যাগন চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
নাদালকে ছাড়াই অ্যাগন চ্যাম্পিয়নশিপ ফ্রেঞ্চ ওপেনের রেকর্ড দশম শিরোপা হাতে রাফায়েল নাদাল/ছবি: সংগৃহীত

ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড দশম শিরোপা জিতে শরীরটাকে একটু বিশ্রাম দিতে চান রাফায়েল নাদাল। তাই ঘাসের কোর্টের সিজন শুরুর প্রথম টুর্নামেন্ট অ্যাগন চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন স্প্যানিশ টেনিস ‍আইকন।

জুলাইয়ে বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট উইম্বলডন চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বিশ্রাম নিয়ে ফিট থাকতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন নাদাল। এ সপ্তাহেই ফ্রেঞ্চ ওপেনের সাফল্যে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান ‘ক্লে-কোর্টের (লাল মাটির কোর্ট রাজা’।

একটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে নাদালই প্রথম দশটি ট্রফি জয়ের নজির স্থাপন করেন। ফাইনালে সুইস তারকা স্ট্যান ওয়ারিঙ্কাকে পরাজিত করেন। র‌্যাংকিংয়েও এর প্রভাব পড়ে। দ্বিতীয় স্থানে উঠে আসেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

আগামী ১৯ জুন লন্ডনে অ্যাগন চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে। ১৫ বারের গ্র্যান্ড স্লাম জয়ী নাদালের জায়গায় সুযোগ পেয়েছেন চাইনিজ তাইপের লু ইয়েন সুন। নাদাল ছাড়াও সরে দাঁড়িয়েছেন বেলজিয়ান তারকা ডেভিড গোফিন ও আর্জেন্টিনার দিয়েগো শাওয়ার্টজম্যান। দু’জনের পরিবর্তে খেলবেন ফ্রান্সের আদ্রিয়ান মান্নারিনো ও ব্রিটিশ কাইল এডমান্ড।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ১৬ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ