ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

নাদাল-ফেদেরারের দুর্দান্ত শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
নাদাল-ফেদেরারের দুর্দান্ত শুরু ছবি: সংগৃহীত

গত মাসে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ জয়ের পর ইউএস ওপেন সামনে রেখে হার্ড কোর্ট সিজনের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছেন ৮ আগস্ট ৩৬-এ পা রাখা রজার ফেদেরার। কানাডিয়ান ওপেন (রজার্স) দিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধারের মিশনে রাফায়েল নাদালের শুরুটাও হয়েছে দুর্দান্ত।

শীর্ষ আট বাছাই হিসেবে সরাসরি দ্বিতীয় রাউন্ডে নামেন নাদাল-ফেদেরার। মাত্র ৫৩ মিনিটে ম্যাচ শেষ করেন সুইস কিংবদন্তি।

স্বাগতিকদের ঘরের ছেলে পিটার পোলান্সকিকে সহজেই ৬-২, ৬-১ গেমে হারিয়ে কোর্ট ছাড়েন ১৯ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

ক্রোয়েশিয়ান তরুণ বোর্না কোরিককে একই ব্যবধানে (৬-১, ৬-২) হারিয়েছেন নাদাল। তৃতীয় রাউন্ডে স্প্যানিশ আইকনের প্রতিপক্ষ উদীয়মান ডেনিস শাপোভালোভ। ২০০৪ সালে মিয়ামিতে নাদালের পর কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাস্টার্স সিরিজ টুর্নামেন্টে শেষ ষোলোতে খেলার যোগ্যতা অর্জন করেছেন ১৮ বছর বয়সী এ কানাডিয়ান।

আর্জেন্টাইন তারকা হুয়ান মার্টিন দেল পোত্রোকে সরাসরি সেট ৬-৩, ৭-৬ (৭-৪) গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন  শাপোভালোভ। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের অপর ম্যাচে ফেদেরারের সামনে স্প্যানিশ ডেভিড ফেরার।

সেমিতে উঠতে পারলেই অ্যান্ডি মারেকে হটিয়ে নাম্বার ওয়ান পজিশনে বসবেন গত জুনে রেকর্ড দশম ফ্রেঞ্চ ওপেন জেতা নাদাল। হিপ ইনজুরির কারণে রজার্স ‍কাপ থেকে নাম প্রত্যাহার নেন ব্রিটিশ সেনসেশন। অন্যদিকে, কনুইয়ের সমস্যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের তো মৌসুমই শেষ হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ১০ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ