ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

পারলেন না রাফা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
পারলেন না রাফা ছবি: সংগৃহীত

প্রায় এক ঘন্টা ২০ মিনিট লড়াই শেষে হার মানলেন ১৫ বারের গ্র্যান্ডস্লাম জয়ী রাফায়েল নাদাল। সিনসিনাটি ওপেনের কোয়ার্টার-ফাইনালে অঘটনের দিনে নাদালকে হারিয়ে জয় পেয়েছেন অস্ট্রেলিয়ার নিক কিরিয়স।

র‌্যাংকিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করা নাদালকে ৬-২, ৭-৫ গেমে হারিয়ে দেন কিরিয়স।

এর আগে শীর্ষ আট বাছাই হিসেবে সরাসরি দ্বিতীয় রাউন্ডে নামেন নাদাল।

কানাডিয়ান ওপেনে ১৮ বছরের তরুণ ডেনিস শাপোভালোভের কাছে হেরে তৃতীয় রাউন্ড থেকে বিদায়ের দুঃস্বপ্ন ভুলে সরাসরি সেটের জয়ে নতুন চ্যালেঞ্জ শুরু করেছিলেন স্প্যানিশ আইকন।

এ ইভেন্টটি শেষে অফিসিয়াল র‌্যাংকিং প্রকাশ করা হবে। তিন বছরের অপেক্ষার অবসান টেনে আনুষ্ঠানিকভাবে অ্যান্ডি মারেকে হটিয়ে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান পজিশনে বসবেন ৩১ বছর বয়সী নাদাল।

মূলত, পিঠের ইনজুরিতে সিনসিনাটি থেকে রজার ফেদেরার নাম প্রত্যাহার করে নেওয়ায় তা নিশ্চিত হয়ে যায়। মারে ও নোভাক জোকোভিচ আগে থেকেই ইনজুরির কারণে কোর্টের বাইরে। আগামী সোমবার ঘোষণা করা হবে এটিপির নতুন র‌্যাংকিং।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ১৯ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ