ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

পাবনায় জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
পাবনায় জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু পাবনায় জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু

পাবনা: পাবনায় পাঁচ দিনব্যাপী ৩৫তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে পাবনা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আবদুল খালেক এ খেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক ক্রীড়া সংগঠক অঞ্জন চৌধুরী পিন্টু, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাদশা, পাবনা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন প্রমুখ।

এবারের আসরে দেশের ৪৫টি জেলার বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংস্থাসহ মোট ৫৯টি ক্রীড়া সংস্থার ২৪৫ জন পুরুষ, ৪৫ জন মহিলাসহ মোট ৩৪৯ ক্রীড়াবিদ অংশ নেবে। প্রতিদিন সকাল ৯টা থেকে খেলা শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ