ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

উইম্বলডনে প্রথমবার প্রথম রাউন্ডেই বিদায় শারাপোভার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, জুলাই ৪, ২০১৮
উইম্বলডনে প্রথমবার প্রথম রাউন্ডেই বিদায় শারাপোভার মারিয়া শারাপোভা

টেনিসের মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট উইম্বলডন থেকে প্রথম রাউন্ডেই বিদায় নিলেন রাশিয়ান তারকা মারিয়া শারাপোভা। হোঁচট খেয়েছেন আরেক তারকা পেত্রা কেভিতোভাও। 

শারাপোভা প্রথমে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরেছেন র‌্যাংকিয়ের ১৩২ নম্বর খেলোয়াড় ভিটালিয়া ডিয়াটেকোর কাছে। ৬-৭ (৩-৭), ৭-৬ (৭-৩), ৬-৪ সেটে হারেন এই টেনিস সেনসেশন।

আর র‌্যাংকিংয়ে ৭ নম্বরে থাকা চেক রিপাবলিকের কেভিতোভা হেরেছেন ৫০-এ থাকা আলেকসান্দ্রা সাসনোভিচের কাছে।

শারাপোভা এর আগে ১৩ বার উইম্বলডনে খেললো প্রথম রাউন্ডে বিদায় নিলেন এবারই প্রথম। ডিয়াটেকো গ্রাস কোর্টে বড় টুর্নামেন্টে কখনই জেতেননি। র‌্যাংকিংয়ে ৫০ েএর মধ্যে কোনো খেলোয়াড়কে এর আগে একবারই হারিয়েছেন ২০১৪ সালের আগে।

ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় শারাপোভা বলেন, ম্যাচে ফেরার অনেক সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু আমি সেরাটা খেলতে পারিনি। কোনো সময় তুমি নিজেকে ভালো ও জেতার পজিশনে রাখবে এবং ভালো শেষ করতে পারবে না। আজ তেমনটাই ঘটেছে।

বাংলাদেশ সময়: ০৬০৩ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ