ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

এসএ গেমসে যাচ্ছে বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এসএ গেমসে যাচ্ছে বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দল ছবি: সংগৃহীত

ডিসেম্বরে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর এসএ গেমস। এবারের আসরে অংশ নেবে বাংলাদেশ জাতীয় পুরুষ হ্যান্ডবল দল এবং বাংলাদেশ জাতীয় মহিলা হ্যান্ডবল দল।

আগামী ১-১০ ডিসেম্বর নেপালের কাঠমুন্ডু ও পোখরায় শুরু হতে যাচ্ছে গেমসের ১৩তম আসর। যা দক্ষিণ এশিয়ার অলিম্পিক হিসেবে পরিচিত।

১ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে নেপালের উদ্দ্যেশে ঢাকা ত্যাগ করবে দল দুটি। কোচ, ম্যানেজার, প্রশিক্ষক সহ দুই দলে মোট থাকছেন ৪০ জন।

এবারের আসরে পুরুষ দল আছে পুল ‘এ’তে। যেখানে বাংলাদেশ ছাড়াও আছে ভারত এবং মালদ্বীপ। আর পুল ‘বি’তে আছে পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কা।

এদিকে, বাংলাদেশের মেয়েরা আছে পুল ‘বি’তে। যেখানে আরও আছে নেপাল এবং শ্রীলঙ্কা। আর পুল ‘এ’তে আছে ভারত, পাকিস্তান এবং মালদ্বীপ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ