ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

পর্যটকদের হাতছানি দিচ্ছে ‘আকাশনীলা’

শেখ তানজির আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, মে ১৪, ২০১৬
পর্যটকদের হাতছানি দিচ্ছে ‘আকাশনীলা’ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: আকাশনীলা ইকো-ট্যুরিজম সেন্টার। এখনও নির্মাণ কাজ শেষ হয়নি।

তারপরও হাতছানি দিচ্ছে পর্যটকদের। সুন্দরবনসংলগ্ন খোলপেটুয়া নদীর পাড়ে ইনোভেশন ইন পাবলিক সার্ভিসের আওতায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) গড়ে তোলা হচ্ছে ট্যুরিজম সেন্টারটি।
 
প্রাথমিক নির্মাণ কাজ শেষে মে মাসের শেষ সপ্তাহে উদ্বোধন করা হবে এটি। আর এর মাধ্যমেই সাতক্ষীরার পর্যটন শিল্প বিকাশে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা যায়, সুন্দরবন দেখার জন্য এখানে রয়েছে পরিবেশবান্ধব সোলার বোট। প্রকৃতি থেকে পাওয়া সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে কটেজ, রেস্টুরেন্টসহ নানা স্থাপনা। মাছ ধরতে পারবেন পর্যটকরা। এজন্য রয়েছে ফিশিং জোন। নিমার্ণাধীন রয়েছে ফিশ মিউজিয়াম, হারবেরিয়াম ও সংগ্রহশালা। সংগ্রহশালায় থাকবে স্থানীয় সংস্কৃতির পরিচয় বহনকারী বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্যসামগ্রী। সুন্দরবন দেখার জন্য নির্মাণ করা হবে সুউচ্চ ওয়াচ টাওয়ার। আর চারপাশে থাকবে সুন্দরবনের গাছ-গাছালি, মনোরম প্রাকৃতিক পরিবেশ।  

পর্যটক আবুল কাসেম বাংলানিউজের কাছে আকাশনীলার সৌন্দর্যের বর্ণনা করে বলেন, ওই যে সুন্দরবন। কী চমৎকার পরিবেশ। খুবই ভালো লেগেছে। মনটা ভরে গেছে। আর মাছ ধরার মজাইতো আলাদা। পরিপূর্ণতা পেলে জেলার পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হবে আকাশনীলা।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন কলবাড়িতে জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে ও শ্যামনগর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ২শ ৫০ বিঘা জমির ওপর গড়ে উঠেছে আকাশনীলা ইকো-ট্যুরিজম সেন্টার। অবকাশ কাটাতে এখানে থাকবে রাত্রিযাপনের সুযোগও।  

পর্যটক মনঞ্জয় মন্ডল বাংলানিউজকে বলেন, আকাশনীলায় একবার যে আসবে, তার প্রিয় স্থানের তালিকায় স্থান পাবে জায়গাটি। উদ্বোধনের পর সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করা গেলে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হবে এটি। এজন্য অবশ্যই পরিবেশ রক্ষায় গুরুত্ব দিতে হবে।

আকাশনীলায় ঘুরতে এসে কৃষ্ণ ব্যানার্জি নামে আরও একজন বাংলানিউজকে বলেন, সুন্দরবনের বড় অংশটি সাতক্ষীরায়। কিন্তু সুদীর্ঘ কাল ধরে এখানে কোনো পর্যটন কেন্দ্র গড়ে না ওঠায় পর্যটকরা নানারকম বিড়ম্বনায় পড়তো। ছাত্র-ছাত্রীরা শিক্ষা সফরে এসে কোথাও বসার জায়গা পেতো না। এখন থেকে আকাশনীলায় আসতে পারবে। সেখান থেকে যেতে পারবে সুন্দরবনে।

পাবলিক প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) গড়ে তোলা আকাশনীলায় জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে কাজ করছে বেসরকারি সংস্থা জোয়ার ও ক্রেল।

জোয়ারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান আকাশ বাংলানিউজকে জানান, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্প সম্প্রসারণে আকাশনীলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ইকো-ট্যুরিজম সেন্টার সবার মন কাড়বে এই কারণে যে, এখানকার সবকিছু পরিবেশবান্ধব। প্রকৃতির সঙ্গে একাকার হয়ে যাওয়ার সুযোগ রয়েছে এখানে। উদ্বোধন না হলেও পর্যটকরা এখানে আসছেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, কক্সবাজারসহ অন্যান্য জেলা পর্যটনকে ঘিরে বিকশিত হলেও সাতক্ষীরায় কখনও সেই সুযোগ ছিলো না। আমরা আশা করছি, সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা আকাশনীলার মাধ্যমে সেই সুযোগ তৈরি হবে। তবে এজন্য জেলার রাস্তা-ঘাট তথা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে।

এ ব্যাপারে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সায়েদ মো. মনজুর আলম বাংলানিউজকে বলেন, আকাশনীলা ইকো-ট্যুরিজম সেন্টার উপজেলা প্রশাসনের ইনোভেশন ইন পাবলিক সার্ভিসের একটি প্রকল্প। মূলত পাবলিক প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) এটি গড়ে তোলা হচ্ছে। মে মাসের শেষ সপ্তাহে এটি উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা আশা করছি, পর্যটন শিল্পকে আরও বিকশিত করতে আকাশনীলা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, মে ১৪, ২০১৬
এসএনএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।