ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

বসুন্ধরা সিটিতে পর্যটন মেলা শুরু ‌

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
বসুন্ধরা সিটিতে পর্যটন মেলা শুরু  ‌ ছবি- মিথ‍ুন- বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: ভ্রমণপ্রিয় মানু‌ষের জন্য রাজধানীর বসুন্ধরা সি‌টি‌তে শুরু হ‌য়ে‌ছে পর্যটন মেলা। বুধবার (১৭ আগস্ট) বেলা ১২টায় বসুন্ধরা সি‌টির লে‌ভেল-১ এ শুরু হয় পাঁচ দিনব্যাপী পর্যটন মেলা।

থার্ড আই সলিউশনস এর আ‌য়োজ‌নে এবা‌রের মেলায় পর্যটনভি‌ত্তিক ৯টি প্র‌তিষ্ঠান অংশ নিয়েছে।

দর্শনার্থী‌দের জন্য প্র‌তি‌দিন বেলা ১১টা হতে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। আগা‌মী ২১ আগস্ট মেলার সমা‌প্তি হ‌বে।

পর্যটকদের জন্য বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার ও ছাড় রেখেছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।

মেলায় অংশ নিয়েছে দেশের প্রসিদ্ধ ট্যুর অপারেটর, পাঁচ তারা হোটেল ও রিসোর্ট, পর্যটন ম্যাগাজিনসহ আরো অনেক সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান।

এর মধ্যে রয়েছে ফড়িং দ্য ট্রাভেলস, নক্ষত্রবাড়ি, হোটেল সিগাল, গোল্ড স্যান্ডস হোটেল অ্যান্ড রিসোর্টস, পর্যটন বিচিত্রা, ব্যাংকক হসপিটালিটি, স্কাইলিংক প্রমুখ।

আয়োজনকারী প্রতিষ্ঠান থার্ড আই সলিউশনস এর ইভেন্ট অ্যাক্টিভেশন ম্যানেজার হাসিবুল আলম বাংলানিউজকে জানান, দেশের পর্যটন ব্যবস্থাকে দেশে ও দেশের বাইরে তুলে ধরাই আয়োজনের মূল উদ্দেশ্য। মেলার মাধ্যমে বিভিন্ন ট্যুর অপারেটর প্রতিষ্ঠানগুলোকে এক ছাতার নিচে এনে পর্যটকদের সুযোগ করে দেওয়াই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, ট্যুরিস্ট ফেস্টে এসে যে কেউ বিভিন্ন অফার বুকিং দিয়ে বিশেষ ছাড় ও পুরস্কার জিতে নেওয়ার সুযোগ পাচ্ছেন।  

এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজ২৪, ডেইলি সান, কালের কণ্ঠ ও রেডিও আমার।

**বসুন্ধরা সিটিতে পর্যটন মেলা শুরু বুধবার

বাংলা‌দেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬/আপডেট: ১৫১৫ ঘণ্টা
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।