ঢাকা: দেশের শীর্ষ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানি গ্লোবাল এক্সপ্লোর প্রা. লি. ইংরেজি নববর্ষ উপলক্ষে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আয়োজন করেছে ‘হ্যাপি নিউ ইয়ার্স ইভ-২০১৭’।
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি অবস্থিত ফাইভ স্টার হোটেল ‘কক্স টুডে’র ‘অ্যান্ড্রোমেডা’ হলরুমে ৩১ ডিসেম্বর রাতে এ পার্টি অনুষ্ঠিত হবে।
গ্লোবাল এক্সপ্লোর প্রা. লি.- এর এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের সর্ববৃহৎ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভি।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, নতুন বছরের প্রথম প্রহর সমুদ্র সৈকতে অনাবিল আনন্দে কাটাতে আগ্রহী পযর্টকদের জন্য চারদিন তিন রাতের প্যাকেজসহ ‘হ্যাপি নিউ ইয়ার্স ইভ ২০১৭’ আয়োজন করেছেন তারা।
পাঁচটি ক্যাটাগরিতে সাজানো হয়েছে প্যাকেজ মূল্য। থ্রি-স্টার হোটেলে দুই রাত থাকার ব্যবস্থা ও ফাইভ স্টার হোটেলে থার্টিফার্স্ট নাইট পার্টি উপভোগসহ ৩ দিন ২ রাতের প্যাকেজ মূল্য পড়বে মাত্র ৬ হাজার ৯শ’ ৯৯ টাকা।
এসি চেয়ারকোচ বাসে রিটার্ন টিকিট, থ্রি-স্টার হোটেলে দুই রাত থাকার ব্যবস্থা, বুফে ব্রেকফাস্ট, ফাইভ স্টার হোটেলে কালচারাল শো, থার্টিফার্স্ট নাইট পার্টি, বুফে ডিনারসহ ৪ দিন ৩ রাতের প্যাকেজ মূল্য পড়বে ১২ হাজার ৯শ’ টাকা।
এসি চেয়ারকোচে রিটার্ন টিকিট, ফাইভ স্টার হোটেলে দুই রাত থাকার ব্যবস্থা, বুফে ব্রেকফাস্ট, কালচারাল শো, থার্টিফার্স্ট নাইট পার্টি ও বুফে ডিনারসহ ৪ দিন ৩ রাতের প্যাকেজ মূল্য পড়বে ১৬ হাজার ৯শ’ এবং ১৮ হাজার ৯শ’ টাকা করে।
এছাড়া ভিআইপি পযর্টকদের জন্য রিটার্ন এয়ার টিকিট, ফাইভ স্টার হোটেলে দুই রাত থাকার ব্যবস্থা, বুফে ব্রেকফাস্ট, কালচারাল শো, থার্টিফার্স্ট নাইট পার্টি ও বুফে ডিনারসহ ৪ দিন ৩ রাতের প্যাকেজ মূল্য পড়বে ৩৪ হাজার ৫শ’ টাকা।
দেশের খ্যাতিমান কণ্ঠ ও নৃত্যশিল্পীদের অংশগ্রহণে ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে হোটেল কক্স টুডে’র অ্যান্ড্রোমেডা হলরুমে শুরু হবে কালচারাল শো। কাউন্টডাউনের মধ্য দিয়ে রাত ১২টায় শুরু হবে থার্টিফার্স্ট নাইটের মূল আয়োজন ‘হ্যাপি নিউ ইয়ার্স ইভ-২০১৭’।
চারদিন তিন রাতের এ প্যাকেজ ট্যুর শুরু হবে ২৯ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায়, ঢাকা থেকে। ১ জানুয়ারি মধ্যাহ্নভোজের পর কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে ঢাকায় পৌঁছাবে ২ জানুয়ারি সকাল ৯টায়।
হ্যাপি নিউ ইয়ার্স ইভ প্রসঙ্গে গ্লোবাল এক্সপ্লোর প্রা. লি.- এর ব্যবস্থাপনা পরিচালক এইচ এম সাইফ আলী খান বাংলানিউজকে বলেন, প্রতি বছর হাজার হাজার দেশি পযর্টক থার্টিফার্স্ট নাইট উদযাপনের জন্য বিদেশে চলে যান। তাদের জন্য এবার আমরা দেশেই আয়োজন করেছি থার্টিফার্স্ট নাইট পার্টি। বিদেশি পযর্টকও আসছেন আমাদের পার্টিতে। সব শ্রেণির পযর্টকদের কথা মাথায় রেখে প্যাকেজ মূল্যও সহনীয় পর্যায়ে রাখা হয়েছে।
* বুকিংয়ের জন্য মোবাইল নম্বর-০১৯৩২৬৬৬২২২, ০১৯৩৫৬৬৬২২২, ০১৯৪২৬৬৬২২২,০১৯৪৮৬৬৬২২২, ০১৯৬৩৬৬৬২২২, ০১৯৬৪৬৬৬২২২, ০১৭৯০৫৫৬৬০০।
এছাড়া ০১৯৪২৬৬৬২২২ (মার্চেন্ট নম্বর) নম্বরটিতে পেমেন্টের মাধ্যমে বিকাশে বুকিংয়ের ব্যবস্থা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এজেড/জেডএস