নিয়মানুযায়ী, আবেদনকারীরা সরাসরি সাক্ষাৎ করতে ও ভারত ভ্রমণের তারিখ থেকে একমাস আগে আবেদনপত্র জমা দিতে পারতেন।
মঙ্গলবার (২৮ মার্চ) ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন প্রক্রিয়া ১ এপ্রিল ২০১৭ থেকে রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ, বরিশাল এবং ঢাকার মিরপুরের আইভিএসি-সহ ৯টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) কার্যকর হবে।
সরাসরি ট্যুরিস্ট ভিসা স্কিমটি ২০১৬ সালের অক্টোবরে ঢাকায় নারী ভ্রমণকারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রথম চালু করা হয়, যা পরবর্তীতে সব আবেদনকারীর জন্য ও ঢাকার বাইরের সব আইভিএসিতে সম্প্রসারিত করা হয়।
এই স্কিমের আওতায়, আবেদনকারীরা নিশ্চিত টিকেটসহ (বিমান, ট্রেন ও অনুমোদিত বাস সার্ভিস) সরাসরি সাক্ষাৎ করতে পারবেন। তাদের নিজেদের ও পরিবারের সদস্যদের জন্য নয়টি আইভিএসিতে কোনো পূর্ব নির্ধারিত অনলাইন অ্যাপয়েন্টমেন্ট তারিখ ছাড়াই ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন। মিরপুরের আইভিএসিটি শনিবার শুধু নারী আবেদনকারীদের জন্য খোলা থাকে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এএ