ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

কুয়াকাটা সৈকতে বেড়েছে পর্যটকদের পদচারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
কুয়াকাটা সৈকতে বেড়েছে পর্যটকদের পদচারণা পর্যটকদের ভিড়ে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত

পটুয়াখালী: হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত সূর্যোদয়-সূর্যাস্তের সমুদ্র সৈকত কুয়াকাটা। শীতের শেষ ভাগে এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশি-বিদেশি পর্যটকসহ স্থানীয়দের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে ১৮ কিলোমিটারের সৈকতটি।

বাড়তি এ পর্যটকের ভিড়ে প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে কুয়াকাটা। শ্রমজীবী থেকে শুরু করে ব্যবসায়ী, সবার মুখে ফুটেছে হাসি।

খাবার হোটেলসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে পড়েছে কেনাকাটার ধুম।  

জানা যায়, আগে থেকেই অধিকাংশ হোটেল, মোটেল বুকিং হয়ে যাওয়ায় নতুন যারা ভ্রমণে আসছেন তাদের খানিকটা বেগ পেতে হচ্ছে।

সমুদ্র সৈকতে হাঁটা, সমুদ্রের পানিতে স্নান কিংবা বিচ চেয়ারে বসে সমুদ্রের গর্জন শোনার পাশাপাশি কুয়াকাটা জিরো পয়েন্টে শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, মিশ্রিপাড়া সিমা বৌদ্ধ বিহার, জাতীয় উদ্যান, লেম্বুর চর, শুঁটকি পল্লি, রাখাইন মহিলা মার্কেট, গঙ্গামতি, কাউয়ারচর, লাল কাকড়ার চর, চর-বিজয়, ইলিশ পার্ক সহ পর্যটন স্পটগুলো এখন পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে আছে।  

আর পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।
কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, বন্ধের দিনগুলোতে কুয়াকাটায় পর্যটকদের চাপ একটু বেশি থাকে। পর্যটকদের কাঙ্ক্ষিত সেবা দিতে আমরা হোটেল-মোটেল মালিক সমিতি সবসময় প্রস্তুত। লেবুখালির ব্রিজ হয়ে গেলে পর্যটকের সমাগম আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সিনিয়র এএসপি মো. জহিরুল ইসলাম জানান, সাপ্তাহিক ছুটির দিন ও এসএসসি পরীক্ষা শেষ হওয়ায় পর্যটকদের ব্যাপক সমাগম ঘটেছে। সৈকতে পর্যটকদের নির্বিঘ্নে চলাফেরা এবং অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।