ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

পর্যটন মেলায় এয়ার টি‌কি‌টে ছা‌ড়ের ছড়াছ‌ড়ি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
পর্যটন মেলায় এয়ার টি‌কি‌টে ছা‌ড়ের ছড়াছ‌ড়ি মেলায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্টলে দর্শনার্থীদের ভিড়/ছবি: শা‌কিল আহ‌মেদ

ঢাকা: দেশ বা দে‌শের বাই‌রে ভ্রম‌ণের লোভনীয় অফার দি‌চ্ছে দে‌শের উ‌ড়োজাহাজ কোম্পা‌নিগু‌লো। আন্তর্জাতিক পর্যটন মেলা উপলক্ষে এ ছাড়। ইউএস-বাংলা, ন‌ভোএয়ার, রি‌জেন্ট এয়ারওয়েজ- প্র‌ত্যেকের টি‌কি‌টেই রয়েছে বি‌শেষ ছাড়। কেউ আবার দিচ্ছে কিস্তিতে ভ্রমণের সুযোগ।

মেলায় বিভিন্ন এয়ারলাইন্সের স্টল ঘুরে জানা যায় তাদের অফার সম্পর্কে।  

ন‌ভোএয়া‌রে ১৭৭৭ টাকা কি‌স্তি‌তে মিল‌ছে কক্সবাজার ভ্রম‌ণের টি‌কিট।

৬ মা‌সের কি‌স্তি‌তে অফা‌রে রয়ে‌ছে কক্সবাজা‌রে বিলাসবহুল হো‌টেল সু‌বিধাসহ সকা‌লের নাস্তা ও তিন রাত দু’দিন থাকার সুব্যবস্থা। এজন্য জনপ্র‌তি ছয় মা‌সে দি‌তে হ‌বে (১৭৭৭×৬) অর্থাৎ ১০ হাজার ৬৬২ টাকা।

আর কলকাতায় ২৮৮৮ টাকা মা‌সিক কি‌স্তি‌তে এয়ার টিকিট, হো‌টেলে থাকার ব্যবস্থাও কর‌ছে ন‌ভোএয়ার। ছয় মা‌সের সমান কি‌স্তি‌তে জনপ্র‌তি খরচ হ‌বে (২৮৮৮×৬) অর্থাৎ, ১৭ হাজার ৩২৮ টাকা।

এয়ারলাইন্সটির এ‌ক্সি‌কিউ‌টিভ মা‌র্কে‌টিং অ্যান্ড মি‌ডিয়া ক‌মিউনি‌কেশন নীলা‌দ্রি মহারত্ন বাংলা‌নিউজ‌কে ব‌লেন, আমরা সর্ব‌নিম্ন রে‌টে এয়ার টি‌কিট, হো‌টেল সু‌বিধা নি‌য়ে দু’‌টি প্যা‌কেজ চালু ক‌রেছি। পর্যটন মেলায় উপলক্ষে এ অফার। এখন পর্যন্ত দু’দি‌নে দর্শনার্থী‌দের ব্যাপক সাড়া পে‌য়ে‌ছি।  তাছাড়া নি‌র্দিষ্ট ১০টি ব্যাং‌কের ক্রে‌ডিট কা‌র্ডের মাধ্য‌মে এই প্যা‌কেজ অফার গ্রহণ করার সু‌যোগ পা‌চ্ছেন ভ্রমণকারীরা।

ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্ত‌রীণ ও বিদেশ ভ্রমণে এয়ার টি‌কি‌টে দি‌চ্ছে ১০ থে‌কে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। এরম‌ধ্যে ঢাকা-‌সিঙ্গাপুর-ঢাকা এয়ার টি‌কি‌টে ২৫ শতাংশ, কুয়ালালামপুরে ২০ শতাংশ, কলকাতায় ১০ শতাংশ, চট্টগ্রাম থে‌কে কলকাতায় গে‌লে ২০ শতাংশ এবং অভ্যন্তরীণ সব রু‌টের এয়ার টি‌কি‌টে ১০ শতাংশ ছাড়।  

রি‌জেন্টেরও রয়েছে আকর্ষণীয় প্যা‌কেজ। একসাই‌টিং হলিডে প্যা‌কেজ না‌মে বেশ ক‌য়েক‌টি আকর্ষণীয় অফার র‌য়ে‌ছে রি‌জে‌ন্টে। এরম‌ধ্যে ৫ দিন ৪ রাত ব্যাংকক-ফু‌কেটে হো‌টেলসহ এয়ার টি‌কিট মাত্র ৪১ হাজার ৫শ টাকা, আর ব্যাংকক পাতায় একই অফার মিল‌বে ২৭ হাজার ৯শ টাকায়। ত‌বে কমপ‌ক্ষে দু’জন হ‌তে হ‌বে।

আর কুয়ালালামপু‌রে দুই রাত থাকা ও আসা-যাওয়ার এয়ার টি‌কিট মিলছে মাত্র ২৫ হাজার ৬শ টাকায়। কুয়ালালামপুর-‌সিঙ্গাপুর ৫ দিন ৪ রাত হো‌টেল ভাড়াসহ ৪২ হাজার ৮০০ টাকা,  সিঙ্গাপুরে ৩ দিন ২ রাত ২৯ হাজার ২শ টাকায় হো‌টেল সু‌বিধাসহ। এরকম আ‌রো বেশকিছু প্যা‌কেজ অফার নি‌য়ে আস‌ছে রি‌জেন্ট এয়ার কর্তৃপক্ষ। ত‌বে এই  সু‌বিধা পে‌তে হ‌লে কমপ‌ক্ষে প্রাপ্তবয়স্ক দু’জন হ‌তে হ‌বে।  

২২ মার্চ (বৃহস্প‌তিবার) থে‌কে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হ‌য়ে‌ছে। মেলা চলবে আগামী ২৪ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। প্রবেশমূল্য রাখা হয়েছে জনপ্রতি ৩০ টাকা। প্রবেশ কুপনের ওপর মেলার শেষদিন অর্থাৎ, ২৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টায় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র‌্যাফেল ড্র বিজয়ীদের জন্য রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যের এয়ার টিকিট, ট্যুর প্যাকেজ, তারকা হোটেলে রাত্রিযাপন, লাঞ্চ ও ডিনার কুপন।

পর্যটন মেলায় দ্বিতীয় দিনে উপচেপড়া ভিড়
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।