জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে হোটেল মোটেল জোনের সুগন্ধা পয়েন্ট থেকে র্যালিটি বের হয়ে লাবনী পয়েন্টে এসে শেষ হয়।
লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
এতে অন্যদের মধ্যে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুলসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন। পরে সৈকতে বেড়াতে আসা কিছু সংখ্যক পর্যটকদের ফুল দিয়ে বরণ করা হয়।
জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, কক্সবাজারকে আধুনিক ও বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সাবরাং এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন, জালিয়ার দ্বীপে ইকো পার্ক, সোনাদিয়ায় ইকো টুরিজম পার্ক স্থাপনসহ নানা প্রকল্পের কাজ চলছে। এসব প্রকল্প শেষ হলে কক্সবাজারের পর্যটন শিল্পে নতুন দিগন্তের সূচনা হবে।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এএ