শুক্রবার (৫ অক্টোবর) থেকে রোববার (৭ অক্টোবর) পর্যন্ত তিন দিন পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে তারা পর্যটনকেন্দ্র পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
প্রথম দিন শুক্রবার দু’টি টিমে ভাগ হয়ে অভিযান শুরু করে।
শেষ দিন রোববার সংগৃহীত ময়লা সেন্টমার্টিনের জেটিতে নিয়ে আসে দুই টিমই। ট্রলারে করে টেকনাফ পৌরসভার ডাম্পিং স্টেশনে সংগৃহীত ময়লা পৌঁছানোর মাধ্যমে তাদের পরিচ্ছন্নতা অভিযান শেষ হয়।
ফেসবুকভিত্তিক অন্যতম বড় ট্রাভেল গ্রুপ টিওবি। ট্রাভেলারদের এই প্লাটফর্মে ঘোরাঘুরি নিয়ে সব ধরনের তথ্য জানা যায়। ঘোরাঘুরি নিয়ে নিজেদের অভিজ্ঞতাও শেয়ার করা হয় এখানে। অল্প খরচে বেশি ঘোরা বা ব্যাকপ্যাকিং ট্যুরকে বেশি উৎসাহিত করে টিওবি।
এর আগে টিওবি খৈয়াছড়া, নাপিত্তাছড়াসহ বেশ কয়েকটি পর্যটন স্পট আবর্জনামুক্ত করে। ভবিষ্যতে সাজেকসহ বড় বড় পর্যটন কেন্দ্রগুলোতেও তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮