ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

ঈদে পরিবার নিয়ে ঘুরতে আসুন জিন্দাপার্কে

মাহফুজুর রহমান পারভেজ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, জুন ৪, ২০১৯
ঈদে পরিবার নিয়ে ঘুরতে আসুন জিন্দাপার্কে জিন্দাপার্কের লেক। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: ঈদ মানেই ছুটি, ঈদ মানেই আনন্দ। ঈদের এই ছুটিতে সবাই চায় একটু ঘুরতে, প্রকৃতির ছোঁয়া পেতে। বিশেষ করে শহরের ইট-বালু আর সিমেন্টের নিচে চাপা পড়া মানুষগুলো যেন একটি স্বস্তির নিঃশ্বাস পেতে তাই লম্বা ছুটিগুলো কাটিয়ে আসে একটি মনোরম প্রকৃতির পরশে।

ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুরে পার্কটি অবস্থিত। ঢাকা থেকে মাত্র ৩০ কিলোমিটার আর পূর্বাচল ৩০০ ফিট থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে এটি অবস্থিত।

সাতজন ব্যক্তির প্রচেষ্টায় ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয় এই পার্কটি। ১০০বিঘা জমির উপরে অগ্রপথিক পল্লী সমিতির এই পার্কটি পরিচালিত হয়। জিন্দাপার্কের লেক।  ছবি: বাংলানিউজপার্কটিতে প্রবেশ মূল্য ১শ টাকা (পূর্ণবয়স্ক) ও ৫০ টাকা (শিশু)।

পার্কটিতে প্রবেশের পরেই রয়েছে 'লিটল এঞ্জেল সেমিনারি স্কুল'। এছাড়াও এতে রয়েছে একটি সুদর্শন মসজিদ ও একটি লাইব্রেরি, খেলার মাঠ, ঈদগাহ, পাঁচটি লেক, বিশাল অরণ্য ও টিলা।

এখানে রয়েছে ১০ হাজারের উপরে ২৫০ প্রজাতির বাহারি গাছ। পার্কটিতে পাখির ডাকের শব্দ আপনাকে মুগ্ধ করবে। লেকে প্যাডেল বোটের ব্যবস্থা আছে। লেকের মধ্যে রয়েছে ভাসমান ব্রিজ। এছাড়াও ট্রি-হাউজ এবং রিসোর্ট তো রয়েছেই।

অরণ্যের মধ্যে পাবেন মহুয়া নামে একটি রেস্টুরেন্ট। এখানে আলু, বেগুন, শুটকির ভর্তা, পুঁইশাক, বেগুন ভাজা, ডাল ও গরুর মাংস, মুরগির মাংসসহ দেশি খাবার পাওয়া যায়। সবকিছু প্যাকেজ হিসাবেও ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়। লেকে প্যাডেল বোটের ব্যবস্থা আছে।  ছবি: বাংলানিউজঈদে স্বস্তিতে ঘুরতে যাওয়ার জন্য ও প্রাকৃতিক পরিবেশের জন্য জিন্দাপার্ক একটি নয়নাভিরাম স্পট। এখানে প্রতি ঈদেই মানুষের আগমনে পার্কটি পরিপূর্ণ হয়ে উঠে। এবারও ঈদের প্রথম সাতদিনের প্রতিদিন কয়েক হাজার মানুষ এখানে আসবেন বলে আশা করছেন পার্ক কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জুন ০৩, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।