ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ২৫৭ বাংলাদেশি।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
জানা যায়, বৈশ্বিক মহামারি করোনায় সিঙ্গাপুরে আটকা পড়েন বাংলাদেশি এ নাগরিকরা। দু’দেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। দু’দেশের সরকারের সহযোগিতায় বিমানের চার্টার্ড ফ্লাইটে বুধবার দেশে ফিরলেন তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বাংলানিউজকে বলেন, কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
টিএম/ওএইচ/