ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

বিনোদন কেন্দ্র বন্ধ, ভিড় সেতুতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, আগস্ট ২, ২০২০
বিনোদন কেন্দ্র বন্ধ, ভিড় সেতুতে বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় সেতুতে মানুষের ভিড়

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো করোনা ভাইরাস সংক্রামণের কারণে বন্ধ থাকায় ঈদে মানুষ নদীর তীর ও বিভিন্ন সেতুগুলোতে ভিড় করছেন।

রোববার (২ আগস্ট) ঈদের দ্বিতীয় দিন বিকেলের পর থেকেই এমন দৃশ্য দেখা যায়।

সরেজমিন শহরের শীতলক্ষ্যা নদী তীরবর্তী ওয়াকওয়ে, নবীগঞ্জ ফেরিঘাট, রূপগঞ্জের নবনির্মিত গাজী সেতু ঘুরে এমন দৃশ্য দেখা যায়। বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় মানুষ এসব স্থানেই ঘুরতে এসেছে পরিবার পরিজন নিয়ে।  

রূপগঞ্জের গাজী সেতুতে ঘুরতে আসা আব্দুল হাকিম বলেন, ঈদের দ্বিতীয় দিন আজ। অনেকদিন তো করোনায় বন্দি। এখন তাই পরিবার নিয়ে একটু বের হয়েছি। কোথাও তো যাবার জায়গা নেই তাই ব্রিজে এলাম। তবে এখানে অনেক মানুষ।

এদিকে এসব স্থানকে ঘিরে অস্থায়ী খাবারের দোকানিরা নানা খাবার সাজিয়ে বসেছেন। তারা এদিন ভালো বেচাবিক্রি করছেন। ফুচকা, ঝালমুড়ি, চটপটি, চপ, বেগুনি, চাপের দোকানসহ নানা দোকান এসব স্থানে দেখা গেছে। প্রতিটি দোকানে রয়েছে মানুষের ভিড়ও।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।