ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

রোববার থেকে প্লেনে শতভাগ আসনে যাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
রোববার থেকে প্লেনে শতভাগ আসনে যাত্রী প্লেন

ঢাকা: আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে প্লেনে শতভাগ আসনে যাত্রী নিতে পারবে। ফলে করোনায় ২৫ শতাংশ আসন খালি রাখার যে বিধিনিষেধ ছিল, তা থাকছে না।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বাংলানিউজকে বলেন, ২৫ শতাংশ আসন খালি রাখার যে বাধ্যবাধকতা নির্দেশনা ছিল, আগামী রোববার থেকে অভ্যন্তরীণ রুটে তা থাকছে না। বেবিচকের সিদ্ধান্ত অনুযায়ী আগের মতো শতভাগ আসনে যাত্রী নিতে পারবে এয়ারলাইন্সগুলো।  

তিনি বলেন, যেহেতু জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে, তাই বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। তবে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) নির্দেশনা অনুযায়ী প্রতিটি প্লেনের শেষ দু’টি সারির সিটগুলো খালি রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।