ঢাকা: ইতালিতে যাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাসের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
রোববার (১৮ অক্টোবর) বিমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতালি দূতাবাসের অনুরোধে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে ইতালির রোমে ফ্লাইট পরিচালনার জন্য রেজিস্ট্রেশন শুরু করেছে। রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্য www.biman-airlines.com এ জানা যাবে। তবে ইতালিতে বিমানের বাণিজ্যিক কোনো ফ্লাইট নেই।
বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বাংলানিউজকে বলেন, রোমে বিমানের ফ্লাইট সংখ্যা কতটি হবে বা কবে সেখানে ফ্লাইট যাবে, সেটি যাত্রী রেজিস্ট্রেশনের ওপর নির্ভর করছে। যাত্রী সংখ্যা বিবেচনা করে রোমে বিমানের ফ্লাইটের দিন তারিখ নির্ধারণ করা হবে।
বাংলাদেশ সময়: ০২৫৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
টিএম/এমএইচএম