ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রাভেলার্স নোটবুক

আকাশ থেকে ভূমিতে (ভিডিও)

বাংলানিউজ ট্রাভেল টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৪
আকাশ থেকে ভূমিতে (ভিডিও) ছবি : দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিজেন্টের উড়োজাহাজ থেকে কক্সবাজার এয়ারপোর্টে নেমে: নীলাকাশে মেঘ জমেছে। যেন মেঘের পরে মেঘের বাড়ি।

শূন্য সে তো পূর্ণ শুভ্র মেঘবালিকায়। তাদের সঙ্গে ভাব জমিয়ে ভেসে চলেছে আমাদের মহাপতঙ্গ!

বোঁ বোঁ শব্দ। মাঝে-মধ্যে তালা লেগে যাচ্ছে কানে। কিন্তু ছোট শিশুকে যেমন ঐশ্বর্যময়ী চাঁদ দেখিয়ে ভুলিয়ে রাখা হয়, তেমন জলবালিকার ওড়াউড়ি আমাদের ভুলিয়ে রাখলো সবকিছু।

তখন ১৭ হাজার ফুট থেকে মর্ত্যে নামার পালা। নামবো সমুদ্রের কোলঘেঁষা কাশবন ঘেরা কক্সবাজার বিমানবন্দরে। জলরাশির মাঝে সবুজ পাহাড়, সবুজ গ্রাম। ক্রমে দৃষ্টি যেন প্রখর হতে থাকলো সবুজের আলোয়। মহাপতঙ্গের পেটে পাখির ডানায় ভর করে অবরতণ করবো মর্ত্যে।

মাটিতে নামা মানে আসলে স্বর্গ থেকে মর্ত্যে নামার মতোই। উড়ছি না ভাসছি বুঝতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল টানছে মাটি। এও ভাবছিলাম- এটাই কি মাটির টান!

বাকিটুকু উপভোগ করুন ভিডিওতে...

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৪

** যৌবনবতী নাফ, সুন্দরীতমা টেকনাফ
** সাগর পানে সাগর টানে
** প্রেমের অমর সাক্ষী মাথিনের কূপ
** খেতে ভুলবেন না আইনচি
** সোনাদিয়া, সম্ভাবনাময় সোনার দ্বীপ
** মিষ্টি পানের সবুজ দ্বীপ
** খাবারের সন্ধানে সাঁতারু গাভী!
** অটল পাহাড়ের বুকে উদ্দাম সাগর
** শারদ মেঘের দেশে, পাখির ডানায় ভেসে
** গরম গরম ফিশ ফ্রাই
** মহাপতঙ্গের পেটে একঘণ্টা!
** রিজেন্টে ফ্রি কক্সবাজার দর্শন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।