ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রাভেলার্স নোটবুক

কর্মজীবী মানুষকে সজীব রাখতে বিনোদন কেন্দ্র প্রয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
কর্মজীবী মানুষকে সজীব রাখতে বিনোদন কেন্দ্র প্রয়োজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: কর্মজীবী মানুষকে সজীব রাখতে দেশে বিনোদন, আনন্দ ও পর্যটন কেন্দ্রের প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বান্দাবাড়ী এলাকায় ঢাকা রিসোর্টের উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন।



এতে দেশের উন্নয়ন হবে। একই সঙ্গে বিভিন্ন উন্নতমানের পর্যটন কেন্দ্র, বিশ্রাম কেন্দ্র, বিনোদন কেন্দ্র গড়ে উঠবে।

মন্ত্রী বলেন, ২০১৬ সালকে সরকার পর্যটন বছর হিসেবে ঘোষণা করেছে। এই পর্যটন সালকে সাফল্যমণ্ডিত করতে আমাদের দেশের মানুষকে পর্যটনের প্রতি আকৃষ্ট করা দরকার। দেশের মানুষ যদি পর্যটনে আকৃষ্ট হয়, বিভিন্ন দর্শনীয় স্থান দেখে, বিনোদন কেন্দ্রেগুলোতে যায় তাহলে তা দেখে বিদেশিরা আকৃষ্ট হবেন। সেজন্য আগে দেশের মানুষকে পর্যটনে আকৃষ্ট করতে হবে।

একই সঙ্গে বিভিন্ন উন্নতমানের পর্যটন কেন্দ্র, বিশ্রাম কেন্দ্র, বিনোদন কেন্দ্র গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এর আগে, মন্ত্রী ঢাকা রিসোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে পার্কের সুইমিং পোল ও ভোজনাগার ঘুরে দেখেন।

এসময় উপস্থিত ছিলেন- তথ্য সচিব মরতুজা আহমদ, অতিরিক্ত সচিব এস এম হারুন-অর রশিদ, এএস এম মাহবুবুল হক, কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল কবীর, পার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. এমারত হোসেন সোহাগ ও তথ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।