ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

পশ্চিম আগরতলা থানা ঘেরাও করে বিক্ষোভ সিপিআইএমের 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
পশ্চিম আগরতলা থানা ঘেরাও করে বিক্ষোভ সিপিআইএমের 

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের পরবর্তী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন প্রতিটি রাজনৈতিক দল নিজেদের মতো করে প্রচার করছে। প্রধান বিরোধী সিপিআই(এম) দলও রাজ্যজুড়ে প্রচার কর্মসূচি চালাচ্ছে।

এরই প্রেক্ষিতে মঙ্গলবার (১০ জানুয়ারি) তাদের দলীয় কর্মী-সমর্থকরা রাজধানী আগরতলার দশমীঘাট এলাকায় পতাকা লাগাচ্ছিলো। তখন একদল দুষ্কৃতী এসে তাদের বাধা দেয়। কিন্তু বাধাকে উপেক্ষা করে পতাকা লাগানো চালিয়ে যেতে থাকলে তাদের উপর আক্রমণ সংঘটিত করে বলে অভিযোগ। এতে চার থেকে পাঁচজন কর্মী আহত হয়েছে।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সিপিআইএম দলের তরফে এদিন পশ্চিম আগরতলা থানা সামনে বিক্ষোভ দেখানো হয়। সিপিআইএম দলের কর্মী-সমর্থকদের অভিযোগ তাদের উপর আক্রমণ সংঘটিত করেছে ক্ষমতাসীন বিজেপির কর্মী-সমর্থকরা। তাই পুলিশকে অবিলম্বে আইনি পদক্ষেপ ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এসসিএন/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।