ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্ত জরিপ বিষয়ক কমিটির বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্ত জরিপ বিষয়ক কমিটির বৈঠক

আগরতলা (ত্রিপুরা): ভারত-বাংলাদেশ সীমান্তের আন্তর্জাতিক পিলারের বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে উভয় দেশের প্রতিনিধি দল অংশ নেয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বাংলাদেশের প্রতিনিধি দলটি ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহ ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে রাজ্যে প্রবেশ করেন। বাংলাদেশ সরকারের ভূমি জরিপ দপ্তরের সাতজনের এ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মিনিস্ট্রি অফ ল্যান্ড'র সচিব আরিফ পাশা। এছাড়া এ দলে ছিলেন ডিরেক্টর জেনারেল অব ল্যান্ড আব্দুল বারিক।

সীমান্তে এসে পৌঁছলে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে স্বাগত জানানো হয়। ভারত সরকারের পক্ষে ছিলেন সার্ভে অব ইন্ডিয়ার ত্রিপুরা আসাম সিকিমের ডিরেক্টর ইউ এস প্রসাদ, ত্রিপুরার ল্যান্ড ডিরেক্টর শান্তি দেববর্মা, ঊনকোটি জেলা প্রশাসনের পক্ষে ছিলেন ডি সি এম মঙ্গল দেববর্মা। সে সঙ্গে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তারাও ছিলেন।  

সীমান্ত থেকে বাংলাদেশের প্রতিনিধি দল চলে আসেন কৈলাসহরের সার্কিট হাউসে। ত্রিপুরা বাংলাদেশ সীমান্তের যেসব এলাকার পিলার নষ্ট হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় পিলারগুলো মাটির তলায় চাপা পড়ে গেছে। উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনার ভিত্তিতে এ পিলারগুলো নতুন করে স্থাপন করা হবে। প্রতি দুই বছর পরপর এভাবে দুই দেশের প্রতিনিধিরা মিলিত হয়ে যৌথভাবে সীমান্ত জরিপের বিষয় নিয়ে আলোচনা করেন বলে সাংবাদিকদের জানান ডাইরেক্টর জেনারেল অব ল্যান্ড বাংলাদেশ আব্দুল বারিক।  

আলোচনা শেষে বাংলাদেশের প্রতিনিধি দল আবার নিজ দেশে ফিরে যান।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘন্টা, এপ্রিল ২৭, ২০২৩
এসসিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।