ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আগরতলা

নির্বাচনী প্রচারে ত্রিপুরায় প্রিয়াঙ্কা গান্ধী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
নির্বাচনী প্রচারে ত্রিপুরায় প্রিয়াঙ্কা গান্ধী

আগরতলা, (ত্রিপুরা): নির্বাচনী প্রচারে ত্রিপুরা রাজ্যে এসেছেন কংগ্রেস দলের সর্বভারতীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে বিশেষ বিমানে করে তিনি আগরতলা এসে পৌঁছান।

এ সময় দলের নেত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী আশীষ সাহা, কংগ্রেস নেত্রী শারিতা, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস নেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী প্রমুখ।

বিমানবন্দর থেকে বেরিয়ে আসার পর দলের নেতাকর্মীরা প্রিয়াঙ্কা গান্ধীর নাম দিয়ে স্লোগান দিতে থাকেন।

বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি গাড়িতে করে রোড শো করেন। তাকে দেখতে রাস্তার দুইপাশে বিভিন্ন জায়গায় মানুষ দাঁড়িয়ে ছিল। তিনি হাত নড়ে সাধারণ মানুষের উদ্দেশে বার্তা দেন।

আগরতলা শহরের বিভিন্ন রাস্তা ঘুরে তার রাজ্য ত্যাগ করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।