ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় ফের ৯ নারীসহ ১১ বাংলাদেশি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
আগরতলায় ফের ৯ নারীসহ ১১ বাংলাদেশি গ্রেপ্তার

আগরতলা (ত্রিপুরা): ফের ৯ নারীসহ ১১ বাংলাদেশি আটক হলো আগরতলা রেল স্টেশনে। তাদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি)।

আগরতলা জিআরপি জানিয়েছে, এসব বাংলাদেশিকে মঙ্গলবার (২ জুলাই) রেল স্টেশন থেকে ট্রেনে করে যাওয়ার পথে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৩ জুলাই) জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস দেব বলেন, আটকদের মধ্যে ৮ নারী, এক নাবালিকা ও দুজন পুরুষ। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। আগরতলা থেকে ট্রেনে চড়ে তারা বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা যাওয়ার পরিকল্পনা করছিলেন।

আটকরা হলেন- গোপালগঞ্জের আলামিন সরদার (৩৬), খুলনার আবু হানিফ সরদার (২২) ও সুমাইয়া আকতার (১৮), সিরাজগঞ্জের টুম্পা হক (১৮) ও আঁখি শেখ (২৭), চট্টগ্রামের বৈশাখী (১৩), নেত্রকোনার লাকি আক্তার (২৫), নড়াইলের ঝর্ণা বেগম (৩০) ও  আদুরী খানম (২৪), যশোরের লাকি (২৪) ও দীপা (৩৪)।

তাদের বিরুদ্ধে জিআরপি থানায় মামলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাদের আগরতলা আদালতে তোলা হবে বলেও জানান ওসি দেব।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
এসসিএন/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।