ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

মুহুরির চর পরিদর্শনে ভারত-বাংলাদেশের প্রতিনিধিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
মুহুরির চর পরিদর্শনে ভারত-বাংলাদেশের প্রতিনিধিরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া এলাকার মুহুরি নদীর চরকে ঘিরে ভারত-বাংলাদেশের বিরোধ মেটাতে এলাকাটি পরিদর্শন করেছেন দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

আগরতলা: ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া এলাকার মুহুরি নদীর চরকে ঘিরে ভারত-বাংলাদেশের বিরোধ মেটাতে এলাকাটি পরিদর্শন করেছেন দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে পররাষ্ট্র দফতরের যুগ্ম সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথনের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা বৃহস্পতিবার (১৭ নভেম্বর) আগরতলা হয়ে দক্ষিণ জেলার বিলোনিয়ায় গিয়ে পৌঁছান।

কিছুক্ষণ স্থানীয় সার্কিট হাউসে বিশ্রাম নিয়ে বাংলাদেশে যান তারা। সেখানে দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করেন।

বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধি দল নৌকায় চড়ে বিতর্কিত সীমান্ত এলাকা পরিদর্শন করেন। পরে সকলে মিলে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

ভারতীয় প্রতিনিধি দলে শ্রীপ্রিয়া রঙ্গনাথন ছাড়াও ছিলেন ত্রিপুরা সরকারের মুখ্য সচিব সুশীল কুমার ও রাজস্ব দফতরের যুগ্ম সচিব শঙ্কর চক্রবর্তী।

বাংলাদেশ সরকারের পক্ষে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবসহ কয়েকজন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এসসিএন/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।