ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় ৫ অবৈধ অনুপ্রবেশকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
আগরতলায় ৫ অবৈধ অনুপ্রবেশকারী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে মোবাইল টাস্কফোর্সের (এমটিএফ) সদস্যরা।

আগরতলা: অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে মোবাইল টাস্কফোর্সের (এমটিএফ) সদস্যরা।

আটকরা হলেন- ইমান উদ্দিন, মহিম উদ্দিন, সাইফুল শেখ, রাকিব শেখ ও কায়েম হোসেন।

শনিবার (১৯ নভেম্বর) তাদের আগরতলার চন্দ্রপুর এলাকার আন্তঃরাজ্য বাস টার্মিনাল থেকে আটক করা হয়।

এমটিএফ বাহিনীর উপ-পরিদর্শক (এসআই) রঞ্জিত বণিক বাংলানিউজকে জানান, চন্দ্রপুর এলাকার আন্তঃরাজ্য বাস টার্মিনাল এলাকায় ঘুরাঘুরি করার সয়ম সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক পাঁচ বাংলাদেশি স্বীকার করেন অবৈধভাবে তারা ভারতে প্রবেশে করেছে। তাদের মধ্যে চারজনের বাড়ি কুমিল্লা ও একজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া এলাকায়।

আটকদের আদালতে তোলা হয়েছে বলেও জানান এসআই বনিক।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এসসিএন/জিপি/এএ‍

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।