ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নোট বাতিলের প্রতিবাদে ত্রিপুরায় ‘আক্রোশ দিবস’ পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
নোট বাতিলের প্রতিবাদে ত্রিপুরায় ‘আক্রোশ দিবস’ পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এক হাজার ও ৫শ’ রুপির নোট বাতিল করার প্রতিবাদে সোমবার (২৮ নভেম্বর) ভারতব্যাপী ‘আক্রোশ দিবস’ পালন করেছে নিখিল ভারত কংগ্রেস কমিটি।

আগরতলা: এক হাজার ও ৫শ’ রুপির নোট বাতিল করার প্রতিবাদে সোমবার (২৮ নভেম্বর) ভারতব্যাপী ‘আক্রোশ দিবস’ পালন করেছে নিখিল ভারত কংগ্রেস কমিটি।
এদিন সন্ধ্যায় ত্রিপুরা রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নেতাকর্মীরা।



আগরতলা চৌমুহনীর প্রদেশ কংগ্রেস ভবন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে কংগ্রেস ভবনের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি বিরজিত সিনহা, বিধায়ক গোপাল রায়সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিরজিত সিনহা বলেন, এক হাজার ও ৫শ’ রুপির নোট বাতিলের কারণে ভারত জুড়ে লাখ লাখ মানুষ নাজেহাল।

আগামী কয়েক দিনের মধ্যে রাজ্যের প্রতিটি ব্যাংকের শাখার সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

একই ইস্যুতে সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ মিছিল করে আম আদমি পার্টি ত্রিপুরা রাজ্য শাখার নেতাকর্মী-সমর্থকরা।

বাংলাদেশ সময়: ০২৫৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এসসিএন/আরআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।