ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

এইডস দিবস উপলক্ষে আগরতলায় মোমবাতি প্রজ্জ্বলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এইডস দিবস উপলক্ষে আগরতলায় মোমবাতি প্রজ্জ্বলন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিশ্ব এইডস দিবস উপলক্ষে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় মোমবাতি প্রজ্জ্বলন ও ম্যাজিক শো অনুষ্ঠিত হয়েছে।

আগরতলা: বিশ্ব এইডস দিবস উপলক্ষে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় মোমবাতি প্রজ্জ্বলন ও ম্যাজিক শো অনুষ্ঠিত হয়েছে।

 এ উপলক্ষে বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আগরতলার আই জি এম চৌমুহনী এলাকার ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির  আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রধান সচিব এম নাগা রাজু, স্বাস্থ্য দফতরের প্রধান ডা. জে কে দেব বর্মা, পরিবার ও রোগ প্রতিরোধ দফতরের প্রধান ডা. এন ডার্লং, ভারতীয় রেডক্রস সোসাইটির ত্রিপুরা শাখার সচিব এন সি ভৌমিক প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সাধারণ দর্শকরা মিলে মোমবাতি জ্বালান।

বাংলাদেশ সময়:  ০১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এসসিএন/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।