আগরতলা: যৌন হয়রানির অভিযোগে ত্রিপুরা রাজ্যের শাসক সি পি আই (এম) দলের নেতা তথা আগরতলা পুর নিগমের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃন্ময় সেনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) পূর্ব আগরতলা মহিলা থানায় এলাকারই এক বাসিন্দা তার ৫ বছর বয়সী মেয়েকে যৌন হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করে।
জানা যায়, অভিযুক্ত কাউন্সিলর মৃন্ময় সেন’র একটি প্রাক প্রাথমিক স্কুল রয়েছে, নির্যাতিত শিশুটি তার স্কুলে পড়তো। ৭ ডিসেম্বর একা পেয়ে মৃন্ময় সেন শিশুটিকে যৌন হয়রানি করে।
মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওইদিনই অভিযুক্ত কাউন্সিলর মৃন্ময় সেনকে গ্রেফতার করে।
এ খবর ছড়িয়ে পড়লে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা পূর্ব আগরতলা মহিলা থানায় এসে বিক্ষোভ করে।
এদিকে আদালত থেকে অভিযুক্ত কাউন্সিলর মৃন্ময় সেন জামিনে মুক্ত হয়ে যান বলে জানান সরকার পক্ষের আইনজীবী রণদা প্রসাদ রায়। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির ৩৫৪এ এবং শিশু রক্ষা আইনে মামলা করা হয়েছে বলেও জানা যায়।
বাংলাদেশ সময়: ০৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এসসিএন/আরএ