ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় সিআইটিইউ’র প্রথম জেলা সম্মেলন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
ত্রিপুরায় সিআইটিইউ’র প্রথম জেলা সম্মেলন শুরু ট্রেড ইউনিয়নের (সিআইটিইউ) জেলা সম্মেলন- ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারতের ট্রেড ইউনিয়নের (সিআইটিইউ) খোয়াই জেলা কমিটির প্রথম জেলা সম্মেলন শুরু হয়েছে। রোববার (০১ জানুয়ারি) দুপুরে জেলার অন্তর্গত বাগানবাজার কমিউনিটি হলে এ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন সিআইটিইউ’র ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক, সংসদ সদস্য শঙ্কর প্রাসাদ দত্ত।

উপস্থিত ছিলেন- সিপিআই (এম) দলের রাজ্য কমিটির সদস্য তথা বিধায়ক পদ্ম কুমার দেববর্মা, সিআইটিইউ'র খোয়াই জেলা কনভেনার নির্মল কুমার বিশ্বাস ও সিআইটিইউ'র তেলিয়ামুড়া কমিটির সম্পাদক প্রণব চক্রবর্তী প্রমুখ।

এছাড়াও এতে জেলার বিভিন্ন এলাকা থেকে ২শ’ ৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সম্মেলন উপলক্ষে এদিন বিকেলে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের শ্রম দফতরের মন্ত্রী মানিক দে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এসসিএন/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।