প্যারেডের প্রধান অতিথি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার হুডখোলা জিপে মাঠ পরিদর্শন করেন। পরে ত্রিপুরা পুলিশের সুসজ্জিত বাহিনী মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মার্চপাস্ট করে।
মুখ্যমন্ত্রী সারা বছর সাফল্যের সঙ্গে কাজ করা পুলিশ কর্মকর্তা ও সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এখন শান্তি বিরাজ করছে। তবে রাজ্যের কিছু উগ্রবাদী দল প্রতিবেশী রাষ্ট্রের মাটিতে আত্মগোপন করে আছে। তারা সংখ্যায় কম হলেও ক্ষতি করার ক্ষমতা রাখে।
প্যারেডে উপস্থিত ছিলেন বিধায়ক রামু দাস, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক (ডিজি) কে নাগরাজ এবং অন্যান্য কর্মকর্তা-সদস্যসহ তাদের পরিবারের সদস্যরা।
ডিজি কে নাগরাজ বলেন, বর্তমানে রাজ্যে উগ্রবাদীদের উপস্থিতি নেই। আইন-শৃঙ্খলাও শান্তিপূর্ণ, রাজ্যে দিন দিন অপরাধের সংখ্যা কমছে।
সবশেষে মুখ্যমন্ত্রী মানিক সরকার পুলিশ মাঠে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচিতে পুলিশ সদস্যরা রক্তদান করেন।
পুলিশ সপ্তাহে সাত দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এসসিএন/জিপি/এএসআর