ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ভূমিকম্প আতঙ্কে নিহত এক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
ত্রিপুরায় ভূমিকম্প আতঙ্কে নিহত এক ত্রিপুরায় ভূমিকম্পে সেতুতে ফাটল

আগরতলা: ত্রিপুরার আমবাসার পার্শ্ববর্তী কমলপুর মহকুমা এলাকায় ভূমিকম্পের আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে কমলীনী কন্দ (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবারের (০৩ জানুয়ারি) ভূমিকম্পের উৎস স্থল ছিল ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার আমবাসা এলাকার মাটির ২৮ কিমি গভীরে। আগরতলা বিমানবন্দরের আবহাওয়া অফিস থেকে এ তথ্য জানানো হয়।

ভূমিকম্পে রাজ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আমবাসার পার্শ্ববর্তী কমলপুর মহকুমা এলাকায়। এখানে ভূমিকম্পের সময় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে কমলীনী কন্দ নামে ওই নারীর মারা যান। এছাড়াও আতঙ্কে তাড়াহুড়ো ও দৌড়ঝাঁপ করে আহত হয়েছেন আরও অনেকে।

ওই এলাকার বহু মাটির ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও একটি পাকা সেতুতেও ফাটল দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।