ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেবে ত্রিপুরা সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেবে ত্রিপুরা সরকার ত্রিপুরা রাজ্যের পূর্ত দফতরের মন্ত্রী বাদল চৌধুরী

আগরতলা: ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলো ত্রিপুরা রাজ্য সরকার। মঙ্গলবার (৩ জানুয়ারি) ভূমিকম্পের জেরে ত্রিপুরা রাজ্যের একাধিক জেলার বিভিন্ন এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়।

বুধবার (৪ জানুয়ারি) রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার ও রাজস্ব এবং পূর্ত দফতরের মন্ত্রী বাদল চৌধুরীসহ বেশ কয়েকজন আধিকারিক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

এদিন সন্ধ্যায় মহাকরণে রাজস্ব এবং পূর্ত দফতরের মন্ত্রী বাদল চৌধুরী জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার।

তিনি জানান, ভূমিকম্পের সময় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত মহিলা কমলিনী কন্দের পরিবারকে ৪ লাখ রুপি সহায়তা দেওয়া হবে। এছাড়া ভূমিকম্পের জেরে যে সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ভারত সরকারের নীতি নির্দেশিকা অনুসারে সহায়তা করা হবে।

যে সকল মানুষের ঘরের ক্ষতি হয়েছে তাদের একটি করে ঘর তৈরি করে দেওয়া বলেও জানান বাদল চৌধুরী।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।