ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বিশ্ব ক্যান্সার প্রতিরোধ দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
ত্রিপুরায় বিশ্ব ক্যান্সার প্রতিরোধ দিবস পালন আগরতলায় সচেতনামূলক পদযাত্রা/ ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারতের ত্রিপুরা রাজ্যে বিশ্ব ক্যান্সার প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৪ ফেব্রুয়ারি) ত্রিপুরার রাজধানীর আগরতলায় এক সচেতনামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়।

ত্রিপুরা প্যারা মেডিক্যাল সায়েন্স ইনস্টিটিউট আয়োজিত এ পদযাত্রায় উপস্থিত ছিলেন- ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর, আগরতলা পুরনিগমের মেয়র ইন কাউন্সিল বিশ্বজিৎ দেবসহ ইনস্টিটিউটের কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

আগরতলার সাবেক আস্তাবল ময়দান থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শিক্ষার্থীরা ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন পোস্টার হাতে নিয়ে পদযাত্রায় অংশ নেন।

এর আগে ডেপুটি স্পিকার ও মেয়র ইন কাউন্সিলর বিশ্বজিৎ দেব সবুজ পতাকা উড়িয়ে ও ফিতা কেটে পদযাত্রার উদ্বোধন করেন।

এদিকে, আগরতলার ক্যান্সার হাসপাতালের রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। ক্যান্সার সম্পর্কে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

আগরতলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থানে সচেতনতামূলক কর্মসূচি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এসসিএন/আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।