ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

৮ দফা দাবিতে ত্রিপুরায় হকারদের ডেপুটেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
৮ দফা দাবিতে ত্রিপুরায় হকারদের ডেপুটেশন ৮ দফা দাবিতে ত্রিপুরায় হকারদের ডেপুটেশন

আগরতলা: ত্রিপুরার রাজধানী আগরতলায় আট দফা দাবিতে গণডেপুটেশন করলো ত্রিপুরা রাজ্য হকার্স ইউনিয়ন। রাজন্য আমলের ঐতিহ্যবাহী মহারাজগঞ্জ বাজারের ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের পক্ষে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ডেপুটেশন করা হয়।

ইউনিয়নের সদস্যরা প্রথমে মহারাজগঞ্জ বাজার থেকে একটি মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে আগরতলার প্যারাডাইস চৌমুহনী এলাকার আগরতলা পুরনিগমের অফিসের সামনে এসে শেষ হয় মিছিলটি।

এসময় একটি প্রতিনিধিদল পুরনিগমের মেয়র ড. প্রফুল্লজিৎ সিনহার হাতে তাদের দাবির সনদ তুলে দেন।

৮ দাবির মধ্যে রয়েছে- লোকাল সেড বরাদ্ধ করা, বর্ষা মরসুম আসার আগে রাস্তা ও ড্রেনের সংস্কার, বয়স্ক ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বয়স্ক ভাতা ও স্মার্ট কার্ডের ব্যবস্থা করা।

বাংলাদেশ সময়: ১৬২৫ু ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।