ঘটনার বিবরণে জানা যায়, জেলার সিপাহীহাওর গ্রামের পঞ্চবটী এলাকার কয়েকজন জেলে মাছ ধরতে গিয়ে অপরিচিত পাঁচ ব্যক্তিকে ঘুরাঘুরি করতে দেখেন। তাদের সন্দেহ হলে জেলেরা তাদের ডেকে কথা বলতে চাইলে তারা দৌঁড়ে পালিয়ে যায়।
জেলেরা চোর বলে চিৎকার শুরু করলে গ্রামের লোকজন বেরিয়ে এসে তাদের ধাওয়া দেয়। এ সময় চারজন পালিয়ে যেতে সক্ষম হলেও গ্রামবাসীরা একজনকে ধরে গণধোলাই দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখন পর্যন্ত মৃত ব্যক্তির নামা পরিচয় জানা যায়নি।
তবে গ্রামবাসীর ধারণা মৃত ব্যক্তির বাড়ি বাংলাদেশে। তার পড়নে লুঙ্গি ছিলো। চোরের কাছ থেকে বাংলাদেশি কোম্পানির বিড়ির একটি প্যাকেটও পাওয়া যায়।
মরদেহটি বর্তমানে খোয়াই জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি, ২০১৭
এসসিএন/জিপি/বিএস