মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আগরতলার বনমালীপুর এলাকার ক্ষুদিরাম বসু স্কুল মাঠে এই মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন- ভারত সরকারের ভারী শিল্প মন্ত্রণালয়ের রাজ্য মন্ত্রী বাবুল সুপ্রিয়, ভারত সরকারের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত দক্ষতা বৃদ্ধি মন্ত্রণালয়ের মন্ত্রী রাজীব প্রতাপ রোডি।
এতে উপস্থিত ছিলেন- ত্রিপুরা সরকারের শিল্প দফতরের প্রধান সচিব এম নাগারাজু, পশ্চিম জেলার জেলার জেলা প্রশাসক মিলিন্দ রামটেক প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রীরা বলেন, ভারত সরকার সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে ও কালোবাজারিদের রুখতে বিমুদ্রাকরণ নীতি গ্রহণ করা হয়েছে।
মেলায় ত্রিপুরা সরকারের বিভিন্ন দফতর, বিভিন্ন ব্যাংক শাখার ও পিএস ইউ’র পক্ষে স্টল খোলা হয়ে ছিলো। এই মেলায় কিভাবে মুদ্রা ছাড়া অনলাইনের মাধ্যমে কেনাকাটা, বিনিময়, লেনদেন ও ব্যাংকের কাজ করা যায় তা সাধারন জনগণকে স্পষ্ট ধারণা দেওয় হয়।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি, ২০১৭
এসসিএন/জিপি/বিএস