শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফোরামের সভাপতি মুস্তাফিজুর রহমান খান আগরতলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান।
তিনি জানান, ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি করা হয়েছে অগ্নি কুমার আচার্যকে, সহ সভাপতি দু’জন, এরা হলেন- ড. গোপালমনি দাস ও অরুণ নাথ, সাধারণ সম্পাদক অমিত ভৌমিক।
সংবাদ সম্মেলনে সভাপতি ছাড়াও সংগঠনের বাংলাদেশের অন্যান্য কর্মকর্তারা ও ত্রিপুরা রাজ্যের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সার্কভুক্ত দেশগুলোর মানুষের সুবিধার জন্য ২০১৫ সালে বাংলাদেশের রাজশাহী শহরে জন্ম নিয়ে ছিলো ‘সার্ক পিপলস্ লিংক ফোরাম বাংলাদেশ’। এ সংগঠন মূলত এই সব দেশগুলোর সাধারণ মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের জন্য কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ০৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এসসিএন/আরএটি/এজি