ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় দু’দিনব্যাপী আইনি সচেতনতা ক্যাম্পেইন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
ত্রিপুরায় দু’দিনব্যাপী আইনি সচেতনতা ক্যাম্পেইন শুরু ক্যাম্পেইনে অংশ নেওয়া নারীরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: নারী নির্যাতন ও অপরাধমূলক বিষয়ে ত্রিপুরায় দু’দিনব্যাপী আইনি সচেতনতা ক্যাম্পেইন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০৯ মার্চ) খোয়াই জেলার বাগান বাজার কমিউনিটি হলে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন মনিকা দত্ত রায়।

এতে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য শঙ্কর দাস ও বাগান বাজারের গ্রাম প্রধান সূর্য মোহন দাস প্রমুখ।

রাজ্যের ১৩৮টি সেন্টারে সংগঠনের কর্মীরাসহ স্থানীয় নারীরা দু’দিনব্যাপী ক্যাম্পেইনে অংশ নিয়েছেন।

কিভাবে নারীদের ওপর সংঘটিত অপরাধ প্রতিহত করা যায়, এ ধরনের অপরাধ কিভাবে সংঘটিত হয়, নারীরা কি ধরনের আইনি সহায়তা পেতে পারেন ক্যাম্পেইনে বক্তারা এ বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এসসিএন/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।