ত্রিপুরার ফিসারি কলেজে নবনির্মিত ভবন উদ্বোধন করেন ভারত সরকারের কৃষিমন্ত্রী রাধামোহন সিনহা
আগরতলা: ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলার অন্তর্গত লেম্বুছড়া এলাকার কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফিশারি কলেজের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৯ মার্চ) দুপুরে ফলক উন্মোচন ও নারকেল ভেঙে নতুন ভবনের উদ্বোধন করেন ভারত সরকারের কৃষিমন্ত্রী রাধামোহন সিনহা।
এ সময় তিনি ভবনের চত্বর ঘুরে দেখেন।
পরে তিনি কলেজ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। সেই সঙ্গে কলেজের কৃতি শিক্ষার্থীদের হাতে অভিজ্ঞানপত্র তুলে দেন।
অনুষ্ঠানে রাধামোহন সিনহা বলেন, সরকার ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ত্রিপুরা সরকারের মৎস্য দফতরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, কৃষি দফতরের সচিব জি এস জি আয়েঙ্গার, কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়েল ভিসি এম প্রেমজীৎ সিং প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এসসিএন/জিপি/টিআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।