ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা সফরে রাজেন ঘোষাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
ত্রিপুরা সফরে রাজেন ঘোষাই স্থানীয় নেতাদের সঙ্গে রাজেন ঘোষাই। ছবি: সুদীপ

আগরতলা: দুদিনের ত্রিপুরা সফরে এলেন ভারত সরকারের রেলওয়ে মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজেন ঘোষাই। বুধবার (২২ মার্চ) দুপুরে প্লেনে তিনি আগরতলা এসে পৌঁছান ও হেলিকপ্টারে রাজ্যের দক্ষিণ জেলার শান্তিরবাজার এলাকায় বিজেপি'র সভায় যোগ দেন।

সভায় রাজেন ঘোষাই ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব, সহ-সভাপতি সুবল ভৌমিক, দলের ত্রিপুরার পর্যবেক্ষক সুনিল দেওধর প্রমুখ।

আনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রাজেন ঘোষাই বলেন, ভারত সরকার ত্রিপুরাসহ উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছে।


 
সভায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ৪শ’ ৫৬ পরিবারের এক হাজার ৭শ’ ৪৮ জন ভোটার বিজেপিতে যোগদান করেন।
 
ত্রিপুরা রাজ্যে রেল সম্প্রসারণের বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে রেলওয়ে মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজেন ঘোষাই’র।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এসসিএন/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।