রোববার (২৬ মার্চ) সকালে অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এরপর তিনি বাংলাদেশের জাতির পিতা শেখ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়া আলমের লিখিত বাণী পাঠ করেন দ্বিতীয় সচিব মোহম্মদ ইকবাল হোসেন। বাংদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের লিখিত বাণী পাঠ করেন অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রথম সচিব মোহম্মদ মনিরুজ্জামানসহ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের প্রায় সকল কর্মীরা।
সন্ধ্যায় এ উপলক্ষে আগরতলা টাউন হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এসসিএন/জিপি/বিএস