বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষও এ ইস্যুতে রাজপথ ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠছে।
মঙ্গলবার (২৮ মার্চ) ধর্ষক ও হত্যাকারীর বিচারের দাবিতে একাধিক সংগঠনের প্রতিবাদ মিছিল করার কথা।
সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় অভিযুক্ত রজত তাঁতীর কঠোর শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপির নারী মোর্চা। পরে রাজধানীর আগরতলার কুঞ্জবন এলাকার মহাত্মা গান্ধী মূর্তির পাদদেশে ওই ছাত্রীর প্রতি শ্রাদ্ধাজ্ঞাপন করে মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালন করে দলাটি।
একই দাবিতে এদিন আগরতলার রাজপথে মোমবাতি মিছিল করে ত্রিপুরা প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদ।
এই ইস্যুতে রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে আগরতলার পাশাপাশি রাজ্যের অন্য স্থানেও বিক্ষোভ মিছিল করা হচ্ছে।
গত ২৫ মার্চ (শনিবার) রাজ্যের ধর্মনগরের পদ্মপুর এলাকার বাসিন্দা নবম শ্রেণির ছাত্রী বীনা দে’কে রাতে ফোনে ডেকে নিয়ে ধর্ষণ ও হত্যা করেন রজত তাঁতী নামের এক যুবক। এ অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এসসিএন/জিপি/এএ