ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বুধবার ত্রিপুরায় ১২ ঘণ্টা হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
বুধবার ত্রিপুরায় ১২ ঘণ্টা হরতাল বুধবার ত্রিপুরায় ১২ ঘণ্টা হরতাল

আগরতলা: আইপিএফটি দলের জাতীয় সড়ক ও রেল অবরোধের প্রতিবাদে বুধবার (১৯ জুলাই) ত্রিপুরায় ১২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস দল।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে আগরতলায় এক প্রতিবাদ সমাবেশ থেকে এ হরতালের ডাক দেওয়া হয়।

আইপিএফটি দলের রাজ্য ভাগের চক্রান্তের পেছনে মদত দিচ্ছে বিজেপি- এ অভিযোগের পরও কংগ্রেস দল এবং রাজ্যের বামফ্রন্ট সরকার নিরব কেন এর জবাব চেয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল এ প্রতিবাদ সমাবেশের ‍আয়োজন করে।

এ সময় রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীস্থিত প্রদেশ কংগ্রেস ভবন থেকে এক মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন- প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজীৎ সিনহা, বিধায়ক গোপাল রায়সহ অন্যান্য নেতারা।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
এসসিএন/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।